Monday 5th May 2025
Monday 5th May 2025

শরীয়তপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

শরীয়তপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন
শরীয়তপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ অন্যান্য সুবিধাদির দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন শরীয়তপুর শাখা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলা জজ কোর্টের সামেন এসোসিয়েশন দুই ঘন্টাব্যাপী কর্মবিতরতি পালন করে।

বাংলাদেশ বিচর বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রাদনসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম প্রেডভুক্ত করা এবং বিদ্যমান ক্লকপদ বিলুপ্ত করে যুযোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিযোগবিধি প্রণয়েনের দাবিতে এ কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো: রেজওয়ান খন্দকার, শরীয়তপুর শাখার সভাপতি মো: নাসির উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো: সামসুল আলম।

কেন্দ্রীয় সভাপতি মো: রেজওয়ান খন্দকার বলেন, দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ কর্মক্ষেত্রে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এক যোগে সারা দেশে এ কর্মবিতরতি পালন করছি। আমরা আজকের এ কর্মবিরতি পালনের মধ্যদিয়ে আমাদের ন্যায্য দাবি আদায়ে কর্মসূচী শুরু করলাম। আমাদের দাবি আদায় না হওয়ায় পর্যন্ত পর্যায়ক্রমে এগিয়ে যাব। প্রয়োজনে আমরা আরো কঠোর কর্মসূচী পালন করব।