Monday 5th May 2025
Monday 5th May 2025

চার ম্যাচ পর মেসির জাদু, রেড বুলসকে উড়িয়ে ঘুরে দাঁড়াল ইন্টার মায়ামি

চার ম্যাচ পর মেসির জাদু, রেড বুলসকে উড়িয়ে ঘুরে দাঁড়াল ইন্টার মায়ামি
চার ম্যাচ পর মেসির জাদু, রেড বুলসকে উড়িয়ে ঘুরে দাঁড়াল ইন্টার মায়ামি

চার ম্যাচ পর গোলের দেখা পেলেন লিওনেল মেসি, তিন ম্যাচ পর জয় ফিরল ইন্টার মায়ামির ঘরে। মেজর লিগ সকারে নিউ ইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মেসির দল।

ঘরের মাঠে বাংলাদেশ সময় শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মায়ামির হয়ে গোল করেন ফাফা পিঁকু, মার্চেলো ভাইগান্ট, লুইস সুয়ারেস ও মেসি। দুর্দান্ত কম্বিনেশন আর টেকনিক্যাল ফিনিশিংয়ে আর্জেন্টাইন সুপারস্টার তার গোল খরা কাটান ৬৬তম মিনিটে।

গত কয়েক ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর এই জয় দলটির আত্মবিশ্বাসে নতুন বার্তা দিয়েছে। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এখন ইস্টার্ন কনফারেন্সের চতুর্থ স্থানে রয়েছে ইন্টার মায়ামি।