
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৭০ জনকে আটক করেছে। রোববার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গাড়িতে হামলা করে, এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। আটকদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান জানান, হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।