Monday 5th May 2025
Monday 5th May 2025

নির্বাচন নিয়ে সরকারের ‘মুলা ঝুলানো’ কৌশল, রিজভীর ক্ষোভ

নির্বাচন নিয়ে সরকারের ‘মুলা ঝুলানো’ কৌশল, রিজভীর ক্ষোভ
নির্বাচন নিয়ে সরকারের ‘মুলা ঝুলানো’ কৌশল, রিজভীর ক্ষোভ

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা না করে ‘মুলা ঝুলিয়ে’ রাখছে।

রবিবার (৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি বলেন, সরকার বিএনপির প্রতি বৈরী আচরণ করছে এবং জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। তিনি ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সমালোচনা করে সরকারের নীরবতার প্রতিবাদ জানান এবং তুহিনের বিরুদ্ধে রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি করেন।