
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও তাদের বিচারের দাবিতে ২ মে, শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করেছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতারা ঘোষণা দেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও মৌলিক সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হবে না। তারা বলেন, জনগণ ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, এবং তাদের পুনর্বাসনের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে। সমাবেশে শহীদ পরিবারের সদস্যসহ নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও দুর্নীতির অভিযোগ তুলে অবিলম্বে নিষিদ্ধকরণের দাবি জানান।