
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টায় পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা—কামাল, ইসমাইল, রমজান, রাসেল ও লিমন—পটুয়াখালী ও মাদারীপুর জেলার বাসিন্দা। অভিযানে তিনটি দেশীয় অস্ত্রও উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, ছয় সদস্যের আন্তঃজেলা ডাকাত দল এ ঘটনার সঙ্গে জড়িত এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অপরাধের কথা স্বীকার করেছে। ঘটনার রাতেই গাড়ির ড্যাশক্যামে ভিডিও ধরা পড়ে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পলাতক এক সদস্যকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।