
শরীয়তপুরের জাজিরায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৫ মে বাদ আছর, সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার মতিউল ইসলাম সেলিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক ও স্কাউটার মাষ্টার মোহাম্মদ আলী, সদস্য ও জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রীনা রানী দাস, দৈনিক রুদ্রবার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার ও জাজিরা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সুফিয়া আক্তার এবং মির্জা হজরত আলী হাই স্কুলের প্রধান শিক্ষক শিবলী সুলতানা।
অসুস্থ থাকায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মতিউর রহমান ভার্চ্যুয়ালি সভায় অংশগ্রহণ করেন। এ সময় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।
সভায় আগামী ১২ মে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।