
ভেদরগঞ্জে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায়- ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৫ মে বিকাল সাড়ে পাঁচটায় দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান স্টেশন বাজার এই সভা অনুষ্ঠিত হয়।
উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার আসামির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মৎস্য অধিদপ্তর বিভাগীয় পরিচালক মনিরুল ইসলাম।
মেহেদী হাসান শিপন বেপারীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মোজাছেরুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ্ আল ইমরান সহ অন্যান্যরা।
এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও মৎস্যজীবী সম্প্রদায় উপস্থিত ছিলেন।