
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার টানা ১০ দিনের ছুটি অনুমোদন করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। ১৭ ও ২৪ মে শনিবার হলেও সরকারি অফিস খোলা থাকবে।
বাংলাদেশে ঈদুল আজহা সম্ভাব্য ৭ জুন উদযাপিত হতে পারে, যদি মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদ হয়। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে।