
পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, ভারতীয় সেনাবাহিনীর পাঠানো ২৫টি ইসরায়েলি-নির্মিত হারপ ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করলে সেগুলো ভূপাতিত করা হয়েছে। বৃহস্পতিবার আইএসপিআরের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সফট-কিল এবং হার্ড-কিল কৌশল প্রয়োগ করে এই ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আহমেদ শরিফ জানান, করাচি, লাহোরসহ গুরুত্বপূর্ণ অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত হয় এবং তাদের ধ্বংসাবশেষ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে। তিনি আরও বলেন, এই আক্রমণ ভারতের হতাশা ও নিরাপত্তা উদ্বেগের প্রতিফলন। এর আগে পাকিস্তান ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে। এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় নতুন সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।