
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য জাতীয় সংসদে উপস্থাপন করেন। আল-জাজিরা ও দ্য ডনের খবরে বলা হয়, ভারত এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এর আগে ৬ মে রাতে ভারতের একযোগে ক্ষেপণাস্ত্র হামলায় আজাদ কাশ্মিরে ১০০ জন নিহত হওয়ার দাবি করে পাকিস্তান। পাল্টা জবাবে সীমান্তে গুলিবর্ষণ করে পাকিস্তান, যাতে নিহত হয় ১৬ ভারতীয় নাগরিক। দুই পক্ষই সামরিক প্রস্তুতি জোরদার করছে। বিশ্লেষকরা পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের এ উত্তেজনাকে গভীর উদ্বেগের কারণ হিসেবে দেখছেন।