
পাকিস্তানের পাঞ্জাবের রাজধানী লাহোরে ৮ মে সকালে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানি টেলিভিশন চ্যানেল সামা টিভি জানায়, লাহোরের ওয়ালটন রোড এলাকায় একটি ভারতীয় গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়েছে, যা বিস্ফোরণের কারণ হতে পারে। স্থানীয় পুলিশও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
নিরাপত্তার কারণে লাহোর, করাচি ও সিয়ালকোট বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, লাহোর ও সিয়ালকোটে স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত কোনো ফ্লাইট চলবে না। করাচি বিমানবন্দরের বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি।