
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত অফিসিয়াল টুর্নামেন্ট ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এ চ্যাম্পিয়ন হয়েছে A1 Esports। ১০ লাখ টাকার প্রাইজপুল বিশিষ্ট এই প্রতিযোগিতায় শীর্ষে উঠে আসায় আন্তর্জাতিক পর্যায়ের ‘পাবজি মোবাইল সুপার লিগ’-এ অংশগ্রহণের টিকিট পেয়েছে দলটি। ফলে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এই লিগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে A1 Esports, যা দেশের গেমিং ইন্ডাস্ট্রির জন্য একটি বড় অর্জন।