Tuesday 13th May 2025
Tuesday 13th May 2025

কাজাখস্তানে যাচ্ছেন A1 Esports, পাবজি মোবাইল সুপার লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি

কাজাখস্তানে যাচ্ছেন A1 Esports, পাবজি মোবাইল সুপার লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি
কাজাখস্তানে যাচ্ছেন A1 Esports, পাবজি মোবাইল সুপার লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত অফিসিয়াল টুর্নামেন্ট ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এ চ্যাম্পিয়ন হয়েছে A1 Esports। ১০ লাখ টাকার প্রাইজপুল বিশিষ্ট এই প্রতিযোগিতায় শীর্ষে উঠে আসায় আন্তর্জাতিক পর্যায়ের ‘পাবজি মোবাইল সুপার লিগ’-এ অংশগ্রহণের টিকিট পেয়েছে দলটি। ফলে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এই লিগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে A1 Esports, যা দেশের গেমিং ইন্ডাস্ট্রির জন্য একটি বড় অর্জন।