
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার (৯ মে) বিকেলে উত্তরা এলাকায় সড়ক অবরোধ করেছেন ‘জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স’-এর ব্যানারে আন্দোলনরত ছাত্র ও সাধারণ জনতা। বিকেল সাড়ে ৫টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টার এলাকায় তারা প্রথমে অবস্থান নেন এবং পরে হাউজ বিল্ডিং হয়ে আজমপুরে উত্তরা পূর্ব থানার সামনে অবস্থান করে রাস্তা অবরোধ করেন। ফলে উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, গণহত্যার অভিযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই, যা ‘জুলাই চেতনার’ সঙ্গে প্রতারণার শামিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়কেই অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।