
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য ১৫ মে তুরস্কে বৈঠক করতে প্রস্তুত। ১১ মে সামাজিক মাধ্যম এক্সে তিনি জানান, ইউক্রেন স্থায়ী যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক পদক্ষেপ আশা করছে। জেলেনস্কি এর আগে ৩০ দিনের যুদ্ধবিরতির দাবি জানিয়েছিলেন। তবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পুতিন যুদ্ধবিরতির পরিবর্তে সরাসরি আলোচনা চান।