Wednesday 14th May 2025
Wednesday 14th May 2025

ভেদরগঞ্জে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ

ভেদরগঞ্জে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ
ভেদরগঞ্জে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর জন্য বীজ,গাছ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ মে ) ভেদরগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ৪৩৮ জন কৃষক-কৃষাণী পরিবারের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে বেড়ার জাল, পানির ঝাঁঝরি, প্রদর্শনীর সাইনবোর্ড, বিভিন্ন প্রজাতির ৫টি গাছের চারা (লেবু, আম, পেয়ারা, বরই ও লিচু), বীজ সংরক্ষণ পাত্রসহ ১৭ রকমের তিন মৌসুমী ফসলের বীজ প্রদান করা হয়। এসময় ছয়গাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ভুট্টো মজুমদার,ভেদরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আসলাম হোসেন মাঝী,কৃষি সম্প্রসারণ অফিসার তানবীন হাসান শুভ, উপ-সহকারী কৃষি অফিসার মামুনুর রশীদ সহ উপকারভোগী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম বলেন, পরিবারের নিরাপদ ফল ও সবজির চাহিদা পূরণে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি নারীদের বাড়তি আয়েরও সুযোগ তৈরি হচ্ছে। মাঠ পর্যায়ের আমাদের লোকজন সার্বক্ষণিক তদারকির মাধ্যমে এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নে তৎপর রয়েছেন।