Thursday 22nd May 2025
Thursday 22nd May 2025

তারেক রহমানের স্বপ্ন ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: শফিকুর রহমান কিরন

তারেক রহমানের স্বপ্ন ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: শফিকুর রহমান কিরন
তারেক রহমানের স্বপ্ন ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: শফিকুর রহমান কিরন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ বলেছেন, ‘দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাই শরীয়তপুর জেলা বিএনপি ৩১ দফা বাস্তবায়নে সামনে থেকে নেতৃত্ব দেবে।’

শনিবার (১৭ মে ২০২৫) রাতে জাজিরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাজিরা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিই এখন একমাত্র আশার আলো। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনায় ফিরে আসবে এবং খালেদা জিয়া হবেন চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী।’
বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে অবাধ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামবে বিএনপি।’
এছাড়াও তিনি বলেন, আমরা শরীয়তপুরকে শান্তিময় দেখতে চাই।

জাজিরা উপজেলা বিএনপির আহ্বায়ক বজলুর রশিদ সিকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহাবুব আলম টিটু আকন ও যুগ্ম আহ্বায়ক রুবেল আকনের যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালু।
বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, পৌরসভার সাধারণ সম্পাদক শামসুল হক ঢালী, জেলার প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, জাজিরা উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক সুরুজ মাদবর, যুগ্ম আহবায়ক সিকদার মাহমুদ শাহীন, জেলা মহিলা দলের সভাপতি আল আসমা-উল হুসনা, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইলোরা হাওলাদার।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি সাবেক এমপি সরদার এ কে এম নাসির উদ্দীন কালু বলেন, মানুষের শান্তির জন্য প্রয়োজনে আমি জাজিরার প্রতিটি বাড়ীতে বাড়ীতে যাবো। তিনি আরও বলেন, চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। দলের প্রতিটি স্তরে ঐক্য, শৃঙ্খলা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে।’

উক্ত কর্মী সম্মেলনে বজলুর রশিদ সিকদারকে সভাপতি ও মাহাবুব আলম টিটু আকনকে সাধারণ সম্পাদক করে জাজিরা উপজেলা বিএনপির কমিটি এবং কাজী নজরুল ইসলামকে সভাপতি ও কেএম কামরুজ্জামান মিলনকে সাধারণ সম্পাদক করে জাজিরা পৌরসভা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেন,শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু।

এছাড়াও উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজী, রফিক ফরাজী, রাজ্জাক মাদবর, মতিউর রহমান মুন্না, জাজিরা উপজেলা মহিলা দলের আহবায়ক রুমা হামিদ, পৌরসভার আহবায়ক নাসরিন সুলতানা রুবি সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।