Thursday 22nd May 2025
Thursday 22nd May 2025

ঋয়াজ মোর্শেদ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মনোনীত

ঋয়াজ মোর্শেদ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মনোনীত
ঋয়াজ মোর্শেদ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মনোনীত

শরীয়তপুর সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী ঋয়াজ মোর্শেদ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে মনোনীত হয়েছেন। গত ১৫ মে এনসিপির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি খেলোয়াড় হিসেবে বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। পাশাপাশি তিনি সংগীতশিল্পী ও সামাজিক আন্দোলনের সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি দেশজুড়ে আলোচিত নিরাপদ সড়ক আন্দোলন এবং ‘জাগো শরীয়তপুর’ আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
দর্শন অনুরাগী হিসেবে তিনি রাজনৈতিক দর্শন বিষয়ে একটি আন্তর্জাতিক মানের বই বাংলায় অনুবাদ করেছেন। তাঁর পূর্বপুরুষরা ছিলেন হাজী শরীয়তুল্লাহর প্রতিষ্ঠিত ফরায়েজী আন্দোলনের অন্যতম পুরোধা, যারা সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

নিজ এলাকায় তাঁর পরিবার দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনগণের পাশে থেকেছে। ছাত্রজীবন শেষে ঋআজ মোর্শেদ শ্রমিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন গড়ে তুলেছেন এবং আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি এনসিপির শ্রমিক উইং সমন্বয়ের সাথেও সম্পৃক্ত।

ঋয়াজ মোর্শেদকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়ায় শরীয়তপুরের বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।