
বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় রোববার বিমানবন্দর থেকে গ্রেফতার হন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এ ঘটনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বিব্রতি প্রকাশ করেছেন। সোমবার ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ফারিয়ার গ্রেফতার বিব্রতকর এবং সরকারের মূল লক্ষ্য জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা। তিনি আশা প্রকাশ করেন, ফারিয়া আইনি প্রতিকার পাবেন এবং ঢালাও মামলাগুলো সংবেদনশীলভাবে হ্যান্ডেল করা হবে।
ফারুকী জানান, তদন্ত ছাড়া গ্রেফতারের কোনো উদ্যোগ ছিল না, তবে বিমানবন্দরে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে উত্তেজনার জেরে এ ঘটনা ঘটতে পারে। ফারিয়াকে রোববার থাইল্যান্ড যাওয়ার পথে আটকের পর ভাটারা থানায় নেওয়া হয়। ডিবি জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালত তাকে কারাগারে পাঠান। জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করা হয়েছে।