
নীলফামারী সদরের ফকিরপাড়া গ্রামে বিদ্যুৎস্পর্শে পুত্রবধূ ও শ্বশুর মারা গেছেন। বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে বসতঘর মেরামতের সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সোলাইমান বাবু (৭০) ও তার পুত্রবধূ সাবানা বেগম (৩৫)। সোলাইমানের স্ত্রী ওয়াতুননেসা (৬০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশের খুঁটি বসাতে গিয়ে বিদ্যুতায়িত হন সোলাইমান। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন সাবানা ও পরে ওয়াতুননেসাও।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক এম আর সাঈদ।