
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার ‘গায়ের জোরে’ বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে বাধা দিচ্ছে। মঙ্গলবার খিলক্ষেতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “চট্টগ্রামে ডা. শাহাদাত মেয়র হতে পারলে ইশরাকের দোষ কী?” তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার কাজের চেয়ে অকাজ বেশি করছে এবং ২৪-এর গণ-অভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি।
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম, মোকছেদুল মোমিন মিথুনসহ অন্যরা।