Thursday 22nd May 2025
Thursday 22nd May 2025

মোবাইলে কথা বলার সময় নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

মোবাইলে কথা বলার সময় নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
মোবাইলে কথা বলার সময় নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের লিফট শাফটে পড়ে নাজমুল হাসান (৩৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাজমুল তার কয়েকজন বন্ধুর সঙ্গে ভবনের পাঁচতলায় অবস্থান করছিলেন। বন্ধুরা লুডু খেলায় ব্যস্ত থাকাকালে নাজমুল মোবাইলে কথা বলছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি লিফটের ফাঁকা স্থানে পড়ে যান। শব্দ শুনে বন্ধুরা নিচে নেমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।