
রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
২০ মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন স্থানের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও নিরাপত্তা বাহিনীর রিপোর্ট উপস্থাপন করা হয়। কয়েকটি ঘটনায় নিরাপত্তা বাহিনীর দক্ষ ভূমিকার প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা।