Thursday 22nd May 2025
Thursday 22nd May 2025

রাজধানীর সেন্ট্রাল রোডে প্রকাশ্যে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল

রাজধানীর সেন্ট্রাল রোডে প্রকাশ্যে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
রাজধানীর সেন্ট্রাল রোডে প্রকাশ্যে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল

ঢাকার সেন্ট্রাল রোডে রক্তাক্ত এক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোড়ন তুলেছে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাতের নির্জন সড়কে প্রকাশ্যে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হচ্ছে, অথচ ঘটনাস্থলে থাকা কেউ তাকে সাহায্যে এগিয়ে আসেননি।

১৮ মে রাত সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ হামলার শিকার যুবকের নাম সাইফ হোসেন মুন্না বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায়, মুন্না রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তার পাশে ছিলেন শার্ট পরা এক যুবক। হঠাৎই একটি মোটরসাইকেল এসে থামলে ওই ব্যক্তি মুন্নাকে মাটিতে ফেলে দেন। সঙ্গে সঙ্গে বাইকে থাকা দুই যুবক, একজন হেলমেট পরা চালক এবং পেছনের আরোহী, তাকে উপর্যুপরি কোপাতে থাকে।

চমকপ্রদ বিষয় হলো, এই ভয়াবহ হামলার সময় আশপাশে বহু মানুষ এবং যানবাহন চলাচল করলেও কেউ সাহায্যে এগিয়ে আসেনি। আতঙ্কিত জনতা কেবল দৃশ্যটি পর্যবেক্ষণ করেই থেমে ছিলেন।

ঘটনার পর রাত ১১টা ৩২ মিনিটে দুর্বৃত্তদের সেখান থেকে মোটরসাইকেলে পালিয়ে যেতে দেখা যায়।

এ বিষয়ে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ জানান, এখনো কেউ থানায় অভিযোগ করেনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তে কাজ করছে।

এই ঘটনায় রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি ও জনমানসে ভীতি নিয়ে প্রশ্ন উঠেছে, যেখানে প্রকাশ্যে এমন বর্বর হামলার সময়ও কেউ সাহস করে এগিয়ে আসেনি।