
জুলাই আন্দোলন-সংক্রান্ত এনামুল হক হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার আদালতে শুনানি শেষে এই জামিন মঞ্জুর করা হয়।
গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলায় নুসরাত ফারিয়াকে আওয়ামী লীগের অর্থের ‘যোগানদাতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জন আসামি রয়েছেন।