
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন শরীয়তপুর সরকারি কলেজ পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মে) কলেজ হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, শরীয়তপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক শাহিন আলম, বাঁধন কর্মী আল আমিন মাদবর, মাহবুব হাসান মানিক, রবিন হোসাইন, নজরুল ইসলাম, ইউসুফ আহমেদ, ইলিয়াস মাহমুদ সহ শরীয়তপুর সরকারি কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, “বাঁধন” একটি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে স্নাতক ও স্নাতকোত্তর কলেজগুলোতে তাদের নিয়মিত কার্যক্রমের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান নিশ্চিত করনে কাজ করে যাচ্ছে। দেশের প্রায় ৪৫ টি জেলা এবং ১০০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে এর কার্যক্রম রয়েছে। গত ২৪ জানুয়ারি ২০১৮ “বাঁধন” শরীয়তপুর সরকারী কলেজ পরিবার হিসেবে কার্যক্রম শুরু করে।