Friday 26th April 2024
Friday 26th April 2024

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

রাজ‌মিস্ত্রীর‌ লাশের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল

রাজ‌মিস্ত্রীর‌ লাশের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা রামরায় কান্দি গ্রামের মোস্তফা গান্ধা (৩৫) নামে এক (রাজ‌মিস্ত্রী) নির্মাণ শ্রমিককে পিঠিয়ে হত্যার অভিযোগ উঠে। ওই অভি‌যো‌গের ভি‌ত্তি‌তে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যো‌গে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নিহত মোস্তফা গান্ধার লাশের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল ক‌রে‌ছে। সোমবার সকাল সা‌ড়ে ১০টায় ডামুড্যা আওরঙ্গ খার মোচর সড়ক থে‌কে শুরু ক‌রে ডামুড্যা বাজা‌র সড়‌কে এ বিক্ষোভ মিছিল ক‌রেছে তারা। উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের এই কর্মসূচীতে এলাকাবাসী একাত্বতা ঘোষনা করে।

এ সময় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতারা ব‌লেন, (রাজ‌মিস্ত্রী) নির্মাণ শ্রমিক মোস্তফা গান্ধাকে পিঠিয়ে যারা হত্যা ক‌রে‌ছে তা‌দের দ্রুত গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তি দি‌তে হ‌বে। তা না হ‌লে আমরা আন্দোলন চা‌লি‌য়ে যাব।

উল্লেখ, গত সোমবার (২১ মে) সন্ধ্যা ৭ টায় উপজেলার দারুল আমান ইউনিয়নের আওরঙ্গ খার মোচর নামক স্থানে নির্মাণ কাজে না যাওয়ায় দারুল আমান ইউপি চেয়ারম্যান মোক্তার খানের ছেলে তন্ময় খানের উপস্থিতিতে চেয়ারম্যানের চাচাত ভাই সুজন খান (৩৪), শাহারুক বেপারী (২২)ও জীবন সরদার (২০) মোস্তফাগান্দাকে পিটিয়ে আহত করে। শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা গান্ধা মারা যায়। এই ঘটনায় নিহতের শশুর আলী হোসেন মিয়া বাদি হয়ে ডামুড্যা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।