
গতকাল বৃহস্পতিবার গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং এইচপিএন-এসপি’র অধীনে এনএনএস/ওপি কর্তৃক বিবিএফ এর সহযোগিতায় মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য বানিজ্যিক ভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও ইহার ব্যবহারে সরঞ্জামাধী বিপনন নিয়ন্ত্রন আইন ২০১৩ ও ইহার বিধিমালা ২০১৭ বিষয়ে এক অবহিতকরন সভা স্বাস্থ্য বিভাগের হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন শিবলী, গোসাইরহাট থানার (ওসি) এবিএম মেহেদী মাসুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মদ আকন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, (বিবিএফ) এর ডিভিশনাল কর্মকর্তা মোঃ আকবর আলী, প্রজেক্ট অফিসার(বিবিএফ) মো রোকনুজ্জামান, গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ইপিআই টেক্যনিশিয়ান আব্দুস ছালাম, প্রমুখ।