Tuesday 30th April 2024
Tuesday 30th April 2024

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুরে মুক্তিযোদ্ধা ভাতার অর্থ দিয়ে শীতবস্ত্র বিতরণ

শরীয়তপুরে মুক্তিযোদ্ধা ভাতার অর্থ দিয়ে শীতবস্ত্র বিতরণ

যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার মুক্তিযোদ্ধা ভাতার অর্থ দিয়ে গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বর্ণঘোষ দিঘীরপাড় মাঠ প্রাঙ্গণে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন।
এ সময় পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন, নশাসন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মো. আব্দুল আজিজ সিকদার, শরীয়তপুর প্রেস ক্লাবের সহসভাপতি শেখ খলিলুর রহমান, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খান, সাবেক ছাত্রলীগ নেতা মো. জসিম মাদবর, আওমী লীগ নেতা শাহাদাৎ ছৈয়াল, যুবলীগ নেতা আনোয়ার খানসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার বলেন, বঙ্গবন্ধু যেমন দেশ দিয়ে গেছেন, ভূখন্ড দিয়ে গেছেন, লাল সবুজের পতাকা দিয়ে গেছেন। আমরা মুক্তিযোদ্ধা তার পরিচয় করে দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের বিশ্বের দরবারে তুলে ধরছেন। বঙ্গবন্ধুর নের্তৃত্বে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের সংগ্রামের মধ্য দিয়েই মরতে চাই।
তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমুলকর্মী হিসেবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে সমাজে যারা শীতার্ত মানুষ তাদের প্রতি আমার দায়িত্ববোধ থাকে সেই দায়িত্ব বোধ থেকে এলাকার মানুষের মাঝে কম্বল বিতরণ করলাম। আপনারা আমাকে সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। সেই হিসেবে সরকার প্রতি মাসে আমাকে ২৫ হাজার টাকা ভাতা দেয়। তিন মাসের টাকা দিয়ে কম্বল কিনে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে বিতরণ করলাম।
এলাকাবাসী জানায়, সত্তর বছর বয়সী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার প্রতিবছরই এলাকার দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকেন।