Thursday 1st May 2025
Thursday 1st May 2025

ইয়েমেনে হামলার পর সাগরে ডুবে গেল মার্কিন সুপার হর্নেট যুদ্ধবিমান

ইয়েমেনে হামলার পর সাগরে ডুবে গেল মার্কিন সুপার হর্নেট যুদ্ধবিমান
ইয়েমেনে হামলার পর সাগরে ডুবে গেল মার্কিন সুপার হর্নেট যুদ্ধবিমান

ইয়েমেনে হামলা চালিয়ে ফেরার পথে মার্কিন নৌবাহিনীর একটি F/A-18E সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে ডুবে গেছে। সোমবার ভোরে বিমানটি ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরীতে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র এড়াতে রণতরী হঠাৎ দিক বদল করলে দুর্ঘটনা ঘটে। একই দিনে ইয়েমেনের সাদা প্রদেশে মার্কিন হামলায় অভিবাসী আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়, যেখানে নিহত হন অন্তত ৬৮ জন ও আহত ৪৭ জন। হুথি গোষ্ঠী একে যুদ্ধাপরাধ বলে দাবি করেছে।