
আজ ১ মে, বিশ্বব্যাপী পালিত হচ্ছে মহান মে দিবস—শ্রমিক অধিকার ও আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতির দিন। বাংলাদেশেও দিনটি সরকারি ছুটি হিসেবে পালন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য: “শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর বাণীতে বলেন, শ্রমিক-মালিকের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা দেশের টেকসই উন্নয়নের চাবিকাঠি।
একই সঙ্গে পালিত হচ্ছে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫’। ড. ইউনূস শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
১৮৮৬ সালে শিকাগো শহরের শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় মে দিবসের, যা ১৮৯১ সালে আন্তর্জাতিকভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ উপলক্ষে রাজধানী ঢাকায় বিএনপি, জামায়াতপন্থী সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক সমাবেশের আয়োজন করেছে। জাতীয় পত্রিকা ও গণমাধ্যমগুলো দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আয়োজন প্রচার করছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |