
ইসরায়েলে ভয়াবহ দাবানলের ফলে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। জেরুজালেমের নিকটবর্তী অঞ্চলে দ্রুত বিস্তৃত হওয়া এ আগুনের কারণে প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দাবানলে শত শত বেসামরিক মানুষের জীবনের ঝুঁকি তৈরি হয়েছে।
দাবানল নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ৬৩টি অগ্নিনির্বাপক দল ও ১১টি বিমান। ইতিমধ্যে ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি।
তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাস দাবানলের বিস্তারে প্রধান ভূমিকা রেখেছে। জেরুজালেম-তেল আবিব মহাসড়কসহ একাধিক সড়ক ও রেলপথ বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এক সপ্তাহে এটি দ্বিতীয় দাবানল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |