
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে মৎস্য কার্ডধারী সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, জেলা মৎস কর্মকর্তা আমিনুল ইসলাম, পৌর মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা।
উপজেলা মৎস্য অফিসার মোঃ জাকির হোসেন মৃধা জানান, ‘চরআত্রা, নওপাড়া, ডিংগামানিক , ঘড়িসার , ভূমখাড়া, মুক্তারেরচর, কেদারপুর ও নড়িয়া পৌরসভা এ ৭টি ইউনিয়ন ও ১ পৌরসভায় তৃতীয় ও চতুর্থ ধাপের ৩২জন সুফলভোগী জেলেদের মাঝে ৩২ টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বকনা বাছুর পেয়ে জেলেরা খুশি হয়েছে। আশাকরি জেলেরা নিষিদ্ধ সময় নদীতে মাছ ধরা থেকে বিরত থাকবে।’
সুফলভোগী জেলে ঘড়িসার ইউনিয়নের হাবিদুল্লাহ শিকদার বলেন, ‘বিকল্প হিসেবে এ বকনা বাছুর পেয়ে নিজেদের কে সাবলম্বি গড়ে তোলবো। নিষিদ্ধ সময় আমরা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকব এবং অবৈধ জাল দিয়ে কখনো মাছ শিকার করব না।’