
শরীয়তপুরে দুর্নীতি দমন কমিশন (সাজেকা) মাদারীপুর ও শরীয়তপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তঃ উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে সোমবার সকাল ১০ঘটিকায় শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে শরীয়তপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনা ও সভাপতি প্রফেসর আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীয়তপুর সদর ইলোরা ইয়াসমিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সদর আনন্দ ময় ভৌতিক, উপ-সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন মাদারীপুর সাইদুর রহমান অপু, জাজিরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ আলী, সদস্য রিনা রানি দাস, দৈনিক রুদ্রবার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার ও জাজিরা উপজেলা প্রেস ক্লাব এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম, সহ বিভিন্ন উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক, শিক্ষক ও অংশ গ্রহনকারী কোমলমতি ছাত্র-ছাত্রী বৃন্দ।
বিচারক হিসেবে ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার সদর শিরীন সুলতানা, টি ডি সি জেলা শিক্ষাঅফিসা ফারজানা সুলতানা, রবিউল আলম রাফফি
এসময় জেলার প্রতিটি উপজেলা থেকে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের নিয়ে কবিতা, রচনা,চিত্রাঙ্কন,গান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।