
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার মালিক, সিইও ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। বিবৃতিতে জানানো হয়, এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি, তবে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন এবং ব্যাপক হারে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন, যার মধ্যে অনেক ভারতীয়ও রয়েছে।