Thursday 22nd May 2025
Thursday 22nd May 2025

দেশজুড়ে স্থিতিশীল নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশনা

দেশজুড়ে স্থিতিশীল নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশনা
দেশজুড়ে স্থিতিশীল নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশনা

রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

২০ মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন স্থানের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও নিরাপত্তা বাহিনীর রিপোর্ট উপস্থাপন করা হয়। কয়েকটি ঘটনায় নিরাপত্তা বাহিনীর দক্ষ ভূমিকার প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা।