Thursday 22nd May 2025
Thursday 22nd May 2025

সরকারই সিদ্ধান্ত নেবে স্থানীয় না জাতীয় নির্বাচন আগে: ইসি

সরকারই সিদ্ধান্ত নেবে স্থানীয় না জাতীয় নির্বাচন আগে: ইসি
সরকারই সিদ্ধান্ত নেবে স্থানীয় না জাতীয় নির্বাচন আগে: ইসি

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, স্থানীয় বা জাতীয় নির্বাচন কোনটি আগে হবে, তা সরকার সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশনের দায়িত্ব কেবল নির্বাচন আয়োজনের। এনসিপির স্থানীয় নির্বাচনের দাবি ও ইসির পদত্যাগের প্রতিবাদের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে কমিশন মন্তব্য করে না এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে আদালতের রায়ে আপিল না করার বিষয়ে তিনি স্পষ্ট করেন, আইনে নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করার বিধান নেই, এবং স্বাধীনতার পর থেকে কমিশন কখনো স্বপ্রণোদিতভাবে আপিল করেনি।