
শরীয়তপুরের গোসাইরহাটে দীর্ঘদিনের জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম মোতাইত (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
বুধবার (২১ মে) দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের শেরু মার্কেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কাশেম চর মাইঝারা এলাকার নুরুল ইসলাম মোতাইতের ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশেম মোতাইতের পরিবারের সঙ্গে একই এলাকার কাশেম আলী খাঁর পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে একপর্যায়ে কাশেম আলী খাঁর অনুসারীরা হামলা চালায় কাশেম মোতাইতের ওপর। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমান মাদবর বলেন, “আবুল কাশেম ছিলেন আমাদের সংগঠনের একজন দায়িত্বশীল ও সৎ নেতা। তার এভাবে নির্মম মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমরা এ ঘটনার দ্রুত বিচার দাবি করছি।”
এদিকে, গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন বলেন, “একজন ব্যক্তি প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। মরদেহের সুরতহাল করা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে তৎপর রয়েছে।