Thursday 22nd May 2025
Thursday 22nd May 2025

গোসাইরহাট জমি নিয়ে বিরোধ || প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

গোসাইরহাট জমি নিয়ে বিরোধ || প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
গোসাইরহাট জমি নিয়ে বিরোধ || প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

শরীয়তপুরের গোসাইরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম মোতাইত (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক দল নিহত হয়েছেন।

বুধবার (২১ মে) দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের শেরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম মোতাইত কুচাইপট্টি ইউনিয়নের চর মাইঝারা এলাকার নুরুল ইসলাম মোতাইতের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কাশেম মোতাইতের পরিবারের সাথে একই এলাকার কাশেম আলী খাঁয়ের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। বুধবার দুপুরে সেই বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কাশেমের উপর হামলা চালায় কাশেম আলী খাঁয়ের লোকজন। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে গোসারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমান মাদবর বলেন, আবুল কাশেম আমাদের গোসাইরহাট কুচাইপট্টি ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক। যথেষ্ট ভালো লোক ছিলেন। বিষয়টি দুঃখজনক। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের দাবী জানাই।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন, প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ সুরতহাল করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।