সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

যারা বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলবে শুধু তারাই আওয়ামী লীগ করবে : ইকবাল হোসেন অপু এমপি

যারা বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলবে শুধু তারাই আওয়ামী লীগ করবে : ইকবাল হোসেন অপু এমপি

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগেরর আদর্শ বুকে ধারণ করে তা মেনে চলতে পারবেন তারাই শুধু আওয়ামী লীগ করবেন।

সোমবার ২৪ আগস্ট দুপুরে শরীয়তপুর পৌরসভা ২নং ওয়ার্ড দাসার্তা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিস উদ্দিন মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌরসভা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাহাড়, পৌরসভার বর্তমান মেয়র রফিকুল ইসলাম কোতয়াল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদস্য জিপি আলমগীর মুন্সি, সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুখ তালুকদার, পৌরসভা আ’লীগ সভাপতি জাহাঙ্গীর মৃধা, সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, প্রচার সম্পাদক আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ সালাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিল্লুর রহমান সবুজ, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ।

এ সময় শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শাখাওয়াত হোসেন।


error: Content is protected !!