
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিপুল পরিমাণ সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) হলে বাংলাদেশে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হবে। গণমাধ্যমের এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রফেসর ইউনূস বরাবরই বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরছেন, যার লক্ষ্য ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে দেশের অবস্থান সুসংহত করা। তবে মানসম্মত কর্মসংস্থান নিশ্চিতে উন্নত পরিকাঠামো ও লজিস্টিক সাপোর্টের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। তিনি সকলকে দেশের প্রতি ইতিবাচক বার্তা ছড়িয়ে আন্তর্জাতিক বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।