
বাংলা নববর্ষ সামনে এলেই বৈশাখী মেলাকে কেন্দ্র করে শরীয়তপুরের মৃৎশিল্পীদের ব্যস্ততা বাড়ে। সদর, নড়িয়া, ভেদরগঞ্জ ও ডামুড্যা উপজেলার অন্তত ২০টি পালবাড়িতে দিন-রাত কাজ চলছে মাটির খেলনা ও গৃহস্থালী সামগ্রী তৈরিতে। যদিও সারাবছর মাটির পণ্যের চাহিদা কম, বৈশাখ উপলক্ষে এই সময়টিতেই হয় সবচেয়ে বেশি বিক্রি।
তবে শিল্পীরা জানান, প্লাস্টিক পণ্যের আধিপত্য এবং কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে লাভ কমে গেছে। পূর্বপুরুষদের পেশা ধরে রাখতে গিয়েই তারা এই পেশায় টিকে আছেন। কেউ কেউ সরকারের সহযোগিতা বাড়ানোর দাবি জানিয়েছেন। সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ঐতিহ্য রক্ষায় কিছু শিল্পীকে সহায়তা দেওয়া হচ্ছে এবং তা ধীরে ধীরে বাড়ানো হবে।