Friday 18th April 2025
Friday 18th April 2025

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না: জয়শঙ্কর

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না: জয়শঙ্কর
ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। ৯ এপ্রিল নয়াদিল্লিতে রাইজিং ভারত সামিট ২০২৫-এ তিনি জানান, ভারত-বাংলাদেশ সম্পর্ক জনমুখী এবং ঐতিহাসিকভাবে অনন্য। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে শিগগিরই নির্বাচন হবে এবং গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। তবে, বাংলাদেশে উগ্রপন্থা ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রবণতা নিয়ে উদ্বেগ জানান তিনি। সম্প্রতি থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য এসেছে। মোদি ওই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সংখ্যালঘু ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছিলেন।