Saturday 19th April 2025
Saturday 19th April 2025

এক মাসে উদ্ধার ২৫১ মোবাইল, ফিরলো প্রকৃত মালিকদের হাতে

এক মাসে উদ্ধার ২৫১ মোবাইল, ফিরলো প্রকৃত মালিকদের হাতে
এক মাসে উদ্ধার ২৫১ মোবাইল, ফিরলো প্রকৃত মালিকদের হাতে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তথ্যপ্রযুক্তির সহায়তায় গত এক মাসে চুরি, ছিনতাই ও হারানো ২৫১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে। থানাভিত্তিক উদ্ধারে শেরে বাংলানগর শীর্ষে (৬৩টি), এরপর হাতিরঝিল (৫৪টি)। তেজগাঁও বিভাগের ডেপুটি কমিশনার মো. ইবনে মিজান আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করেন।