
নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে মঙ্গলবার আগারগাঁওয়ে বৈঠক করেছে। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের সঙ্গে ভোটের সামগ্রীর চাহিদা, বাজেট, এবং কাগজ কেনাকাটার সময়সীমা নিয়ে আলোচনা হয়। ইসি সচিব জানান, কাগজ সংগ্রহ থেকে মুদ্রণে তিন থেকে চার মাস সময় লাগবে। ফরম, প্যাকেট, পরিচয়পত্রসহ ২১ প্রকার সামগ্রী মুদ্রণের প্রস্তুতি চলছে, যা ভোটের চার মাস আগে শুরু হবে।