
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এ তথ্য জানান। এ বছর শোভাযাত্রাটি আরও বর্ণাঢ্য ও বৈচিত্র্যপূর্ণ হবে বলে জানানো হয়, যেখানে বিভিন্ন জাতিসত্তার অংশগ্রহণ নিশ্চিত করা হবে। বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে এটি দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।