
বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ এমন সব আইডিয়ার জন্মস্থল, যা বিশ্বকে বদলে দিতে পারে। ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন–২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সামাজিক ব্যবসা ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের ভূমিকা বিশ্বব্যাপী বিস্তৃত হতে পারে। তিনি উল্লেখ করেন, ক্ষুদ্রঋণের শুরু একটি গ্রামে হলেও আজ তা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যবসায় পরিণত হয়েছে। ইউনূস বলেন, তরুণদের হাত ধরেই গড়ে উঠবে নতুন বিশ্ব, যেখানে আত্মবিধ্বংসী সভ্যতার পরিবর্তে থাকবে টেকসই ও মানবিক অর্থনীতি।
অনুষ্ঠানে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকসকে বিনিয়োগ পুরস্কার দেওয়া হয় এবং ইয়ানওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।