
চীনের খ্যাতনামা পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। ৯ এপ্রিল রাজধানীতে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং হানডা (ঢাকা) টেক্সটাইল কোং. লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। হানডা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বস্ত্র ও রঙ প্রক্রিয়াজাতকরণে ১০০ মিলিয়ন এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পোশাক শিল্পে ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী নিট কাপড়, রঙ প্রক্রিয়াজাতকরণ ও পোশাক উৎপাদনে বিশেষজ্ঞ।