
চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় আগুন লাগার খবর ছড়ালে আতঙ্কে এক দম্পতি তাদের ৮ মাস বয়সী শিশুকে নিয়ে ট্রেন থেকে লাফ দেন। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং তার মা-বাবা গুরুতর আহত হন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রশিদার পাড়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে শর্টসার্কিট থেকে ধোঁয়া সৃষ্টির তথ্য জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা চলমান।