Saturday 19th April 2025
Saturday 19th April 2025

চলন্ত ট্রেনে আগুন, আতঙ্কে লাফ—শিশুর মর্মান্তিক মৃত্যু

চলন্ত ট্রেনে আগুন, আতঙ্কে লাফ—শিশুর মর্মান্তিক মৃত্যু
চলন্ত ট্রেনে আগুন, আতঙ্কে লাফ—শিশুর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় আগুন লাগার খবর ছড়ালে আতঙ্কে এক দম্পতি তাদের ৮ মাস বয়সী শিশুকে নিয়ে ট্রেন থেকে লাফ দেন। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং তার মা-বাবা গুরুতর আহত হন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রশিদার পাড়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে শর্টসার্কিট থেকে ধোঁয়া সৃষ্টির তথ্য জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা চলমান।