
বাংলাদেশি পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনরায় সংযোজনের নির্দেশ দিয়েছে সরকার। ৭ এপ্রিল উপসচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ প্রক্রিয়ায় আগের মতোই পাসপোর্টে এই শর্ত যুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় এ শর্তটি সরিয়ে দেওয়া হয়েছিল, তবে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। নতুন নির্দেশনার ফলে আবারও পাসপোর্টে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে এটি ইসরায়েল ছাড়া সব দেশের জন্য বৈধ।